Sobujbangla.com | দেশে জনসংখ্যার ১ শতাংশের টিকা নিশ্চিত করেছে সরকার।
News Head

দেশে জনসংখ্যার ১ শতাংশের টিকা নিশ্চিত করেছে সরকার।

  |  ২০:১৭, ফেব্রুয়ারি ১৯, ২০২১

ইতোমধ্যে দেশের মোট জনসংখ্যার ১ শতাংশের টিকা নিশ্চিত করেছে বাংলাদেশ। করোনার গতিবিধি ও টিকা নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত দ্বিতীয় সংলাপে একথা জানান, আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর। রাজধানীর বিএমএ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সংলাপে টিকা প্রয়োগে বাংলাদেশের সফলতা নিয়ে কথা বলেন বক্তারা।
করোনার গতিবিধি ও টীকা নিয়ে দ্বিতীয় সংলাপ আয়োজন করে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন-হেলথ রিপোটার্স ফোরাম। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান- পৃথিবীতে অল্প কয়েকটি দেশ মোট জনসংখ্যার ১ শতাংশের টীকা নিশ্চিত করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে সংক্রমন রোধে সকল শ্রেনী পেশার মানুষের টীকা নিশ্চিত করার আহবান জানিয়েছেন আলোচকরা।
তবে টীকার অধিক কার্যকারিতা নিশ্চিতে ২ টি ডোজের ব্যবধান ৮ সপ্তাহের পরিবর্তে ১২ সপ্তাহে উন্নীত করার তাগিদ দিয়েছে বিএমএ
একটানা ৬০ লাখ টীকা দেবার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রদানে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানান আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ